Sunday, June 9, 2013
Saturday, May 11, 2013
বন্দর নগরী চট্টগ্রামে আইপিএল নিয়ে লাখ টাকা জুয়া
ইনডিয়ান প্রিমিয়ার লিগের
(আইপিএল) দল কেনাবেচা হচ্ছে
বন্দরনগরীর অন্যতম প্রধান
ব্যবসাকেন্দ্র
খাতুনগঞ্জে। এবারের আইপিএল
শুরু হয়নি তখনো,
এমনি এক কেনাবেচার আসরের
কাছ থেকে শোনা
সংলাপ এগুলো। আইপিএল
নিয়ে জুয়াখেলা চলছে
এখনো।
জুয়ার বাজি ধরনেওয়ালারা অবশ্য
এখানে নিরাপদ। ম্যাচ
ফিক্সিংয়ের সাথে তাদের
জড়িয়ে পড়বার কোনো
ভয় নেই। খাতুনগঞ্জ সহ
পুরো চট্টগ্রাম শহরেই
চলছে এই বাজির
খেলা।
এখানে এ পর্যন্ত পুনে ওয়ারিয়র্স এর
চেয়ে এগিয়ে আছে
কেকেআর। পাঁচ হাজার
সর্বনিু থেকে শুরু
করে বাজির অংক
প্রায়ই লাখ টাকা
ছাড়িয়ে যায়। আর
কখনো সখনো তা
কয়েক লাখ টাকায়
গিয়ে ঠেকে।
Wednesday, May 8, 2013
অধিনায়কত্ব ছাড়ছেন মুশফিক
নিউজডেস্ক : জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ পরাজয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুলাওয়ে কুইন্স পার্ক মাঠে খেলাপরবর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। দেশে এনিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারালো র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা জিম্বাবুয়ে। মুশফিকের এই ঘোষণা দলের সবাই বিস্মিত।
Saturday, April 20, 2013
আতশবাজি উৎসবে অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধন
ঢাকা: বাংলাদেশ গেমস উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলো ঘরোয়া ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বাক্ষরের সঙ্গে হৃদয়ে খেলার স্পন্দন শ্লোগানে চোখ ধাঁধানো আলোর ঝলকানী আর আতশবাজীর প্রদর্শনীতে শুরু হয়ে গেল দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা। আন্তর্জাতিক মানের একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ গেমসের সিরিমনিজ কমিটির সদস্য লে. কর্ণেল কামরুল হাসান। প্রত্যাশা পূরণ করতে পারেনি উদ্বোধনী অনুষ্ঠান। ২২ কোটি টাকার গেমসের সিংহভাগ অর্থই যেখানে ব্যয় হচ্ছে উদ্বোধনী ও সমাপনীতে।
Friday, April 19, 2013
বাংলাদেশ গেমস: রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা
ঢাকা: বাংলাদেশ গেমস উপলক্ষে রাজধানী জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারিতে রাখা হবে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসর। আমেরিকার বোস্টনে ম্যারাথন দৌড়ে সন্ত্রাসী হামলায় বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশেরে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানা যায়। দীর্ঘ প্রায় ১১ বছর পর ২০ এপ্রিল শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসরের উদ্বোধন করবেন।
Wednesday, March 20, 2013
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চুরি
ঢাকা: আকরাম খানের নেতৃত্বে ১৯৯৭ সালে বাঙালি জাতি অর্জন করেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই ট্রফি অর্জনের মাধ্যমেই ক্রিকেটের আর্ন্তজাতিক অঙ্গনে স্বর্ণালী অধ্যায় শুরু হয়। কিন্তু সেই ঐতিহাসিক ট্রফিটি এখন আর নেই বিসিবি কার্যালয়ে। চুরি হয়ে গেছে ১৯৯৭ সালে অর্জিত বাঙালি জাতির গর্বের সেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটি। ট্রফিটি এখন বিসিবির কাছে শুধুই অতীত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি'র একটি সূত্রমতে, ট্রফিটি বিসিবি থেকে হারানো গিয়েছে অনেক আগেই।
Monday, March 18, 2013
শহীদ শওকত আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন
চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০১৩ : চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কোয়েপাড়া সুহৃদ সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শওকত আলী চৌধুরী কাঞ্চন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-১৩ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।
Thursday, March 14, 2013
জিতেও বিদায় নিল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ : বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে ২-০ গোলে জিতেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো আর্সেনালকে। এতে করে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো ক্লাবকে ছাড়াই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গড়াবে এবার। তৃতীয় মিনিটে অলিভিয়ের গিরাউড দলকে এগিয়ে নেন।
Tuesday, March 12, 2013
প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতক মুশফিকের
স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিশতক পেলেন মুশফিকুর । পঞ্চম উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের রেকর্ড ২৬৭ রানের জুটি হয়। আশরাফুল ১৯০ রানে সাঝঘরে ফিরলে নাসির হোসেন এসে জুটি বাঁধেন অধিনায়কের সঙ্গে। তৃতীয় দিনের খেলা শেষে অবিচ্ছিন্ন ছিল আশরাফুল-মুশফিক জুটি। আশলাফুল ১৮৯ আর মুশফিক ১৫২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন সকালে ব্যাট করতে আসেন।
Sunday, March 10, 2013
গলে টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের
ঢাকা: গলে টেস্টে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছিলো শ্রীলঙ্কা। জবাবটা ভালই দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের শতক ও রেকর্ড জুটিতে ফলোঅন এড়িয়ে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছে সফরকারীরা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে.
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪ (১৩৬ ওভার)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে.
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪ (১৩৬ ওভার)
Thursday, February 28, 2013
নতুনদের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ
ক্রীড়া ডেস্ক : দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার পৌনে একটায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ মার্চ গলে প্রথম টেস্ট শুরু। এর আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটি সুযোগ। পুরনোদের দায়িত্ব বেশি নিতে হবে, তবে নতুনরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা নিজের মাটিতে খুব শক্ত প্রতিপক্ষা।
Tuesday, January 29, 2013
চিটাগং কিংসে নেই চট্টগ্রামের খেলোয়াড়, হতাশ দর্শক
চট্টগ্রাম: স্পোর্টস ডেস্ক : দেশি-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র দ্বিতীয় আসরের চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের কোন খেলোয়াড়কে স্থান দেয়নি ‘চিটাগং কিংস’। এর ফলে ক্ষোভে, অপমানে অনেক উদীয়মান তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন ক্রিকেট একাডেমির কোচরা সোমবারের খেলা উপভোগ করতে মাঠে যাননি। ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে স্থান করে নেয়া চট্টগ্রামের ক্রিকেটারদের দলে না নেয়ায় তরুণ খেলোয়াড়রা যেমন হতাশ হয়েছেন, তেমনি দর্শকদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, চট্টগ্রামে আর্ন্তজাতিক মানের খেলোয়াড় থাকা স্বত্বেও তাদের দলে না নেওয়ায় আমরা হতাশ। চট্টগ্রামের খেলোয়াড়দের বাদ দেয়ার কারণেই প্রথম ম্যাচে ‘চিটাগং কিংস’‘ হেরেছে বলে মনে করছেন তারা।
Tuesday, January 22, 2013
বাংলাদেশ সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক,২১ জানুয়ারি : দ্বিতীয় সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৬৯-৫৪ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রানার্স আপ হয়েছে পাকিস্তান এবং তৃতীয় স্থান অর্জন করেছে নেপাল। আগের দিনে পাকিস্তানকে হারিয়ে চাম্পিয়ন হয়েই ছিল বাংলাদেশ বাস্কেটবল দল। লিগের শেষ খেলায় মালদ্বীপের সাথে শুধু নিয়ম রক্ষা আর অপরাজিত থাকার লড়াই। ম্যাচের শুরুতে মালদ্বীপের স্ট্রাইকারদের কাছে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশিক্ষণ নয়। একটু পরেই খেলায় দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ।
Subscribe to:
Posts (Atom)