ইনডিয়ান প্রিমিয়ার লিগের
(আইপিএল) দল কেনাবেচা হচ্ছে
বন্দরনগরীর অন্যতম প্রধান
ব্যবসাকেন্দ্র
খাতুনগঞ্জে। এবারের আইপিএল
শুরু হয়নি তখনো,
এমনি এক কেনাবেচার আসরের
কাছ থেকে শোনা
সংলাপ এগুলো। আইপিএল
নিয়ে জুয়াখেলা চলছে
এখনো।
জুয়ার বাজি ধরনেওয়ালারা অবশ্য
এখানে নিরাপদ। ম্যাচ
ফিক্সিংয়ের সাথে তাদের
জড়িয়ে পড়বার কোনো
ভয় নেই। খাতুনগঞ্জ সহ
পুরো চট্টগ্রাম শহরেই
চলছে এই বাজির
খেলা।
এখানে এ পর্যন্ত পুনে ওয়ারিয়র্স এর
চেয়ে এগিয়ে আছে
কেকেআর। পাঁচ হাজার
সর্বনিু থেকে শুরু
করে বাজির অংক
প্রায়ই লাখ টাকা
ছাড়িয়ে যায়। আর
কখনো সখনো তা
কয়েক লাখ টাকায়
গিয়ে ঠেকে।
শহরের কাজির দেউরি
এলাকায় সম্প্রতি এমন
দশ লাখে বাজি
পৌঁছেছে দিল্লি ডেয়ার
ডেভিলস ও সানরাইজার্স হায়দারাবাদের এক
খেলায়। নবাগত হায়দারাবাদ জিতে
যাওয়ায় দিল্লি ডেয়ার
ডেভিলস পক্ষকে আট
লাখ টাকা দিতে
হয়েছিল। সানরাইজার্স হায়দারাবাদ পক্ষ
সদয় হয়ে বাজির
দুই লাখ টাকা
মাফ করে দেয়।
খাতুনগঞ্জ ও কাজির
দেউরিসহ স্টেডিয়াম এলাকা
ছাড়াও বড় আকারে
জুয়াখেলা চলছে শহরের
নালাপাড়া, নিউ মার্কেট, চাক্তাই ও
পাথরঘাটায়। থেমে নেই ক্ষুদে
বাজিকররাও। স্কুল শিক্ষার্থীরা আইপিএল
জুয়া খেলছে পঞ্চাশ
থেকে শুরু করে
হাজার টাকা পর্যন্ত।