Tuesday, January 29, 2013

চিটাগং কিংসে নেই চট্টগ্রামের খেলোয়াড়, হতাশ দর্শক

চট্টগ্রাম: স্পোর্টস ডেস্ক : দেশি-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র দ্বিতীয় আসরের চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের কোন খেলোয়াড়কে স্থান দেয়নি ‘চিটাগং কিংস’। এর ফলে ক্ষোভে, অপমানে অনেক উদীয়মান তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন ক্রিকেট একাডেমির কোচরা সোমবারের খেলা উপভোগ করতে মাঠে যাননি। ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে স্থান করে নেয়া চট্টগ্রামের ক্রিকেটারদের দলে না নেয়ায় তরুণ খেলোয়াড়রা যেমন হতাশ হয়েছেন, তেমনি দর্শকদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, চট্টগ্রামে আর্ন্তজাতিক মানের খেলোয়াড় থাকা স্বত্বেও তাদের দলে না নেওয়ায় আমরা হতাশ। চট্টগ্রামের খেলোয়াড়দের বাদ দেয়ার কারণেই প্রথম ম্যাচে ‘চিটাগং কিংস’‘ হেরেছে বলে মনে করছেন তারা।
বিপিএল এ পর্বের খেলার প্রথম ম্যাচে চট্টগ্রামের একমাত্র খেলোয়াড় আফতাব আহমেদ দলে থাকলেও একাদশে ঠাঁই হয়নি তার । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সাইফুল বাবু জানান, স্থানীয় ক্রিকেট একাডেমী, ক্লাব ও ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট গ্যালারি রাখা হয়েছে। এছাড়া তাদেরকে আগে থেকেই টিকেটসহ অনুমতি দেয়া হয়েছে। তবে দুপুর ২টায় চিটাগং কিংস ও সিলেট রয়্যালসের খেলায় ক্রিকেটারদের জন্য নির্ধারিত গ্যালারি পূর্ণ না হওয়ায় তা সাধারণ দর্শকদের জন্য ছেড়ে দেওয়া হয়।  তবে চট্টগ্রামের প্রতিভাবান ক্রিকেটারদের কেন স্থান দেওয়া হয়নি তা চিটাগং কিংসের ফ্রাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রামের খেলোয়াড়দের দলে স্থান না দেয়াতে অবশ্য কোন সমস্যা দেখছেন না চিটাগং কিংস সমর্থক গোষ্ঠীর নেতারা। চিটাগং কিংস সমর্থক গোষ্ঠীর সভাপতি ও চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী সংবাদমাধ্যমকে বলেন, `দলে কাকে নিল, কাকে নিলনা সেটা কোন বিষয় নয়। যারা ভাল খেলেছে তাদের দলের মধ্যে স্থান দেয়া হয়েছে। আর আমরা চট্টগ্রামের দল হিসেবে চিটাগং কিংসকে সমর্থন করেছি।`চট্টগ্রামের কোন খেলোয়াড় না থাকলে সেটি `চট্টগ্রামের দল` কিভাবে হয় সে প্রশ্নের জবাবে হাসনী বলেন, `নামের মধ্যে চট্টগ্রাম আছে। আর খেলা চট্টগ্রামে হচ্ছে। সেজন্য চিটাগং কিংস চট্টগ্রামের দল।`