Sunday, June 9, 2013

পটিয়ায় আ: ছালাম শাহ্ টুর্নামেন্টে বারিক শাহ একাদশ চ্যাম্পিয়ন

কে এম রুবেল (চট্টগ্রাম) : দক্ষিণ চট্টগ্রামের পটিয়া বড়লিয়া আবদুল ছালাম শাহ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নাইখাইন আবদুল বারেক শাহ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। গত বুধবার ফাইনালে বড়লিয়া একাদশকে ৯ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কায়ছার হামিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিপনী বিতান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দক্ষিণ জেলার সভাপতি এসএম মোরশেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবদুর রহিম, গাজী মুহাম্মদ করিম, পটিয়া প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক নুর হোসেন, সমাজসেবক ইদ্রিস পান্নু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পটিয়া সভাপতি রাশেদ বিন কাদের, বড়লিয়া ইউপি যুবলীগ যুগ্ম আহবায়ক জাবেদ সরওয়ার, কামাল হোসেন, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী দলের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।