স্পোর্টস ডেস্ক,২১ জানুয়ারি : দ্বিতীয় সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৬৯-৫৪ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রানার্স আপ হয়েছে পাকিস্তান এবং তৃতীয় স্থান অর্জন করেছে নেপাল। আগের দিনে পাকিস্তানকে হারিয়ে চাম্পিয়ন হয়েই ছিল বাংলাদেশ বাস্কেটবল দল। লিগের শেষ খেলায় মালদ্বীপের সাথে শুধু নিয়ম রক্ষা আর অপরাজিত থাকার লড়াই। ম্যাচের শুরুতে মালদ্বীপের স্ট্রাইকারদের কাছে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশিক্ষণ নয়। একটু পরেই খেলায় দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ।
একের পর এক বাস্কেট করে নাস্তানাবুদ করতে থাকে মালদ্বীপকে। বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ৩২-২০ পয়েন্টে এগিয়ে থেকে। বিরতীর পর খেলায় ফেরার চেষ্টা করে মালদ্বীপ। সফলতাও আসে। তবে বাংলাদেশের কাছে খুব একটা পাত্তা পায় নি তারা। পরপর বাস্কেট করে খেলা এগিয়ে নিয়ে যান বাংলাদেশের রাশেদ মিথুনরা। খেলা শেষ হয় ৬৯-৫৪ পয়েন্টে। বাংলাদেশের মিথুন সরকার ১৬ এবং মিথুন বিশ্বাস ১৩ পয়েন্ট স্কোর করেন। চার খেলার চারটিতেই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। দিনের আরেক খেলায় ভুটানকে ৭৯-৬৩ পয়েন্টে হারিয়ে রানার্স আপ হয় পাকিস্তান। টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন মিথুন কুমার বিশ্বাস। মালদ্বীপের জিলাল হয়েছেন সিটিসেল বেস্ট প্লেয়ার আর ভুটানকে বেস্ট ডিসিপ্লিন টিম নির্বাচন করা হয়।