Thursday, March 14, 2013

জিতেও বিদায় নিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ : বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে ২-০ গোলে জিতেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো আর্সেনালকে। এতে করে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো ক্লাবকে ছাড়াই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গড়াবে এবার। তৃতীয় মিনিটে অলিভিয়ের গিরাউড দলকে এগিয়ে নেন।
খেলা শেষের মিনিট চারেক আগে দ্বিতীয় গোলটি যোগ করেন লরেন্ত কোস্কিয়েনলি। বেশ দেরিই হয়ে গিয়েছিল আর্সেনালের। জিতেও আরেকটি অ্যাওয়ে গোলের অভাবে শেষ ষোলোতেই ছিটকে যেতে হলো তাদের। প্রথম লেগে ৩-১ গোলে ঘরের মাঠে হেরেছিল আর্সেনাল। দুই লেগে ৩-৩ সমান ব্যবধান হলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে পার পেয়ে গেল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার বললেন,‘আমাদের দ্বিতীয় গোলটি বেশ দেরিতেই এসেছে। বায়ার্ন কিছুটা স্নায়ুচাপে ভুগছিল কিন্তু প্রথম লেগে ভালো না খেলার মাশুল আমাদের গুণতে হলো।’ অন্য ম্যাচে তৃতীয় স্প্যানিশ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালাগা। পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরে যায় তারা। এ আসরের পরই টুর্নামেন্টে চার বছরের জন্য নিষিদ্ধ হতে যাওয়া মালাগা ফিরতি লেগে ২-০ গোলে হারিয়েছে দশজনের পোর্তোকে।