ঢাকা: আকরাম খানের নেতৃত্বে ১৯৯৭ সালে বাঙালি জাতি অর্জন করেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই ট্রফি অর্জনের মাধ্যমেই ক্রিকেটের আর্ন্তজাতিক অঙ্গনে স্বর্ণালী অধ্যায় শুরু হয়। কিন্তু সেই ঐতিহাসিক ট্রফিটি এখন আর নেই বিসিবি কার্যালয়ে। চুরি হয়ে গেছে ১৯৯৭ সালে অর্জিত বাঙালি জাতির গর্বের সেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটি। ট্রফিটি এখন বিসিবির কাছে শুধুই অতীত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি'র একটি সূত্রমতে, ট্রফিটি বিসিবি থেকে হারানো গিয়েছে অনেক আগেই।
কিন্তু এ তথ্য বিসিবি এত দিন প্রকাশ করেনি। সম্প্রতি একটি মিডিয়ায় এ বিষয়ে জানতে গেলে ট্রফি চুরির ব্যাপারটি ফাঁস হয়ে যায়। ১৯৯৭ সালের পর থেকে এই ট্রফিটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংরক্ষিত ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বিসিবি’র অফিস গুলশানের নাভানা টাওয়ারে স্থানাস্তর করা হলে অন্যান্য মালামালের সঙ্গে এই ট্রফিটিও গুলশানে নিয়ে যাওয়া হয়। গুলশান থেকে মিরপুরে ২০০৭ সালে হোম অব ক্রিকেটে (মিরপুর শেরেবাংলা ষ্টেডিয়াম) যখন পুরো বিসিবি স্থানাস্তর করা হয় তখনই ট্রফিটি চুরি হয়েছে বলে বিসিবি’র একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে কেউই পরিচয় দিতে কথা অস্বীকৃতি জানান। মুলতঃ গুলশান থেকে মিরপুরে যাবার সময়ই ট্রফিটি হাত ছাড়া হয়ে যায়। এ বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন সুজন এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসকে প্রশ্ন করা হলে দুজনই বিষয়টি স্বীকার করেন। তবে মিডিয়ায় (অন রেকর্ডে) কোনো বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেন। এমনকি বিসিবির কোনো পরিচালকই এর দায়-দায়িত্ব নিতে রাজী হননি। উল্লেখ্য, মালয়েশিয়ার মাঠে কেনিয়াকে হারিয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করে।