Monday, March 18, 2013

শহীদ শওকত আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০১৩ : চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কোয়েপাড়া সুহৃদ সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শওকত আলী চৌধুরী কাঞ্চন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-১৩ইং  এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি, মুক্তিযোদ্ধা ডাঃ জাফর উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শহীদ উল্লাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা ইকরাম উল্লাহ চৌধুরী ও ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা আলেয়া চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ। টূর্ণামেন্টের ফাইনাল খেলায় কর্ণফুলী সমতা সংঘকে পরাজিত করে চৌধুরী পাড়া কিংস চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরন করেন।