Wednesday, March 20, 2013

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চুরি

ঢাকা: আকরাম খানের নেতৃত্বে ১৯৯৭ সালে বাঙালি জাতি অর্জন করেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই ট্রফি অর্জনের মাধ্যমেই ক্রিকেটের আর্ন্তজাতিক অঙ্গনে স্বর্ণালী অধ্যায় শুরু হয়। কিন্তু সেই ঐতিহাসিক ট্রফিটি এখন আর নেই বিসিবি কার্যালয়ে। চুরি হয়ে গেছে ১৯৯৭ সালে অর্জিত বাঙালি জাতির গর্বের সেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটি। ট্রফিটি এখন বিসিবির কাছে শুধুই অতীত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি'র একটি সূত্রমতে, ট্রফিটি বিসিবি থেকে হারানো গিয়েছে অনেক আগেই।

Monday, March 18, 2013

শহীদ শওকত আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন

চট্টগ্রাম, ১৮ মার্চ, ২০১৩ : চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কোয়েপাড়া সুহৃদ সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ শওকত আলী চৌধুরী কাঞ্চন স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-১৩ইং  এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।

Thursday, March 14, 2013

জিতেও বিদায় নিল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ : বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে ২-০ গোলে জিতেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো আর্সেনালকে। এতে করে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো ক্লাবকে ছাড়াই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গড়াবে এবার। তৃতীয় মিনিটে অলিভিয়ের গিরাউড দলকে এগিয়ে নেন।

Tuesday, March 12, 2013

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতক মুশফিকের

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে  দ্বিশতক পেলেন মুশফিকুর । পঞ্চম উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের রেকর্ড ২৬৭ রানের জুটি হয়। আশরাফুল ১৯০ রানে সাঝঘরে ফিরলে নাসির হোসেন এসে জুটি বাঁধেন অধিনায়কের সঙ্গে। তৃতীয় দিনের খেলা শেষে অবিচ্ছিন্ন ছিল আশরাফুল-মুশফিক জুটি। আশলাফুল ১৮৯ আর মুশফিক ১৫২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন সকালে ব্যাট করতে আসেন।

Sunday, March 10, 2013

গলে টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের

ঢাকা: গলে টেস্টে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছিলো শ্রীলঙ্কা। জবাবটা ভালই দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের শতক ও রেকর্ড জুটিতে ফলোঅন এড়িয়ে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছে সফরকারীরা।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে.
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪ (১৩৬ ওভার)