ঢাকা: বাংলাদেশ গেমস উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলো ঘরোয়া ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বাক্ষরের সঙ্গে হৃদয়ে খেলার স্পন্দন শ্লোগানে চোখ ধাঁধানো আলোর ঝলকানী আর আতশবাজীর প্রদর্শনীতে শুরু হয়ে গেল দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক যাত্রা। আন্তর্জাতিক মানের একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ গেমসের সিরিমনিজ কমিটির সদস্য লে. কর্ণেল কামরুল হাসান। প্রত্যাশা পূরণ করতে পারেনি উদ্বোধনী অনুষ্ঠান। ২২ কোটি টাকার গেমসের সিংহভাগ অর্থই যেখানে ব্যয় হচ্ছে উদ্বোধনী ও সমাপনীতে।
Saturday, April 20, 2013
Friday, April 19, 2013
বাংলাদেশ গেমস: রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা
ঢাকা: বাংলাদেশ গেমস উপলক্ষে রাজধানী জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারিতে রাখা হবে দেশের সর্ববৃহৎ এই ক্রীড়া আসর। আমেরিকার বোস্টনে ম্যারাথন দৌড়ে সন্ত্রাসী হামলায় বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশেরে সর্ববৃহৎ এই ক্রীড়া আসরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে বলে জানা যায়। দীর্ঘ প্রায় ১১ বছর পর ২০ এপ্রিল শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসরের উদ্বোধন করবেন।
Subscribe to:
Posts (Atom)