ক্রীড়া ডেস্ক : দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার পৌনে একটায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ মার্চ গলে প্রথম টেস্ট শুরু। এর আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটি সুযোগ। পুরনোদের দায়িত্ব বেশি নিতে হবে, তবে নতুনরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা নিজের মাটিতে খুব শক্ত প্রতিপক্ষা।